ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৩
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সিসি ক্যামেরায় ঢাকায় বসে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন মিলনায়তনে অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরার মনিটরের মাধ্যমে দুই সিটির নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১৯০টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। ১ হাজার ৭৪৭টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন মনিটরিং করা হচ্ছে।
নির্বাচন কমিশন মিলনায়তনে অস্থায়ী কন্ট্রোল রুমে ২৩টি ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। প্রতি ডিসপ্লে ১০ সেকেন্ড পরপর অটোরোটেড করে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
বুধবার সকাল ৮টায় শুরু হওয়া সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সিটির সব কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD