৬নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে মাজহারুল ইসলাম সুমন এগিয়ে

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩

৬নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে মাজহারুল ইসলাম সুমন এগিয়ে

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। আর মাত্র এক দিনে সময় বাকি। ভোটারদের মন জয়ে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রার্থীরা। তবে অন্তত দুটি গুরুত্বপূর্ণ জনমত জরিপে এগিয়ে আছেন ঘুড়ি প্রতীকে মাজহারুল ইসলাম সুমন। বিএনপি থেকে বহিস্কৃত কাউন্সিলর প্রার্থী শামীমসহ প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী থেকে মাজহারুল ইসলাম সুমন এগিয়ে রয়েছেন। জনমতের ভিত্তিতে একটি জরিপ থেকে জানা যায় পরিবর্তনের অঙ্গীকার নিয়ে টেকসই উন্নয়ন, ওয়ার্ডে স্কুল প্রতিষ্ঠা, ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসন, ভাতার সুষম বন্টন, মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে প্রশাসনের সহযোগিতায় উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে মাজহারুল ইসলাম সুমন ঘুড়ি প্রতীকে এবারই নতুন হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে ইতিমধ্যে ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। এই ওয়ার্ডে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বী এবার প্রতিদ্বন্দ্বীতা করছেন, তারমধ্যে মাজহারুল ইসলাম সুমন ঘুড়ি প্রতীকে নির্বাচন করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ