সিলেট উপশহরে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের নৌকার সমর্থনে মহিলা সমাবেশ

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩

সিলেট উপশহরে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের নৌকার সমর্থনে মহিলা সমাবেশ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ সাধারণ সম্পাদক সাজেদা পারভীন এর উদ্যোগে এক নির্বাচনী মহিলা সমাবেশ গত শুক্রবার বিকালে ২২নং ওয়ার্ডের উপশহরস্থ শাহজালাল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক।

জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাছিত এর সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ সাধারণ সম্পাদক সাজেদা পারভীনের পরিচালনায় সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এর সহধর্মিনী সেলিনা মোমেন, মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী হলি চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাজনিন হোসেন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ সেলিম, মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, জেলা পরিষদের সদস্য এ.জেড রওশন জেবিন রুবা, সহ সভাপতি বিলকিস নুর, সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সদস্য ডাঃ নাজরা চৌধুরী, লন্ডন মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি আঞ্জুমান আরা আনজু, জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, মহিলা আ’লীগ নেত্রী রোকিয়া চৌধুরী, শাহিদা তালুকদার, বিনা সরকার, মুক্ত বেগম, শামীমারা বেবী, সুলতানা বেগম, আ’লীগ নেতা এমদাদ হোসেন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল চৌধুরী, শফিক আহমদ প্রমুখ।

এছাড়াও মহিলা সমাবেশে ৩ শতাধিক নারী উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফাওরাত চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে সিলেটের মহিলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে। সিলেট নগরীকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলতে আনোয়ারুজ্জামানের বিকল্প নেই।

তিনি সরকারের উন্নয়ন নগরীর প্রতিটি ওয়ার্ডে সমভাবে করার লক্ষ্যে নগরবাসীর খাদিম হিসেবে সৎ ও যোগ্য প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী-কে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ