সিলেটে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

প্রকাশিত: ৭:১২ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৩

সিলেটে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

কয়েক দিনের ঢানা বৃষ্টিতে সিলেট নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়ক উপচে পানি ঢুকে পড়েছে বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে। গত ১৪ জুন ভোর থেকেই বৃষ্টি হচ্ছে সিলেটে। এতে নগরীর নিম্নাঞ্চাল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সোমবার (১৯ জুন) সরেজমিনে দেখা যায়, টানা বর্ষণের ফলে নগরের মদিনা মার্কেট, আখালিয়া, আখালিয়ায় নতুন বাজার, সুবিদবাজারের নুরানী, ছড়ারপাড়বেশ কিছু এলাকার জলাবদ্ধতা তৈরী হয়েছে। অনেক এলাকায় সড়কে হাঁটুপানি দেখা গেছে।

জলাবদ্ধতায় বিভিন্ন এলাকার সড়ক জলমগ্ন হয়ে পড়ায় চলাচলেও ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী পেশাজীবী মানুষের ভোগান্তিতে পড়েছেন বেশী।

আখালিয়ায় নতুন বাজার এলাকার রনি নামের এক তরুণ জানান, শেষ রাতে বৃষ্টি শুরু হয়েছিলো। এখনও চলছে থেমে থেমে। সড়কে পানি, বাসার সামনে পানি। এর থেকে কবে আমরা মুক্তি পাবো।

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, দ্রুত গতিতে এই পানি নেমে যাবে। সিটি কর্পোরেশনের টিম মাঠে কাজ করছে।

এদিকে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, ভোররাত থেকে শুরু করে দুপুর ১১টা পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় ১১২ আর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও আজ সারাদিন থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এস এ

এ সংক্রান্ত আরও সংবাদ