জৈন্তাপুরে বিয়াম স্কুল পরিদর্শনে যুগ্ম সচিব মুহম্মদ হিরুজ্জামান

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৩

জৈন্তাপুরে বিয়াম স্কুল পরিদর্শনে যুগ্ম সচিব মুহম্মদ হিরুজ্জামান

বাংলাদেশ ইনস্টিটিউট অব এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন, ঢাকা-এর পরিচালক (শিক্ষা) যুগ্ম সচিব মুহম্মদ হিরুজ্জামান (এনডিসি) জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। রোববার (১৮ জুন) দুপুর ২টায় তিনি স্কুল পরিদর্শন করতে আসেন।

উপজেলা প্রশাসন জৈন্তাপুর কর্তৃক পরিচালিত উপজেলার একমাত্র ইংলিশ ভার্সন স্কুল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও অত্র স্কুলের সহ-সভাপতি রিপামনি দেবী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম।
এসময় তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল সহ শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ।

বিদ্যালয়ে অনুষ্ঠিত নতুন কারিকুলামে চলমান মুল্যায়ন ও অর্ধ-বার্ষিকী পরীক্ষা হল পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে তিনি শুভচ্ছে বিনিময় এবং স্কুলের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ