ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ সিলেট শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) সকালে সিলেট রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয়ে এই কর্মী সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ সিলেট শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন অর রশীদ এর সভাপতিত্বে এবং সিলেট রেলওয়ে শ্রমিক লীগের কার্যকরী সদস্য ও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক পরিতোষ ধর পাপ্পুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মো. হুমায়ুন কবির।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান আকন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম এফ সুমন, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল জলিল, কুলাউড়া শাখার সম্পাদক মো. আব্দুর রহিম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট রেলওয়ে শ্রমিক লীগের সম্পাদক মো. শহিদুল হক, সহ সভাপতি সজীব মালাকার, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, মো. আতিকুর রহমান, মো. কামরুল হাসান, মোক্তার হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD