নৌকা জয়ী হলে ইশতেহার বাস্তবায়ন হবে ইনশাল্লাহ: আনোয়ারুজ্জামন চৌধুরী

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩

নৌকা জয়ী হলে ইশতেহার বাস্তবায়ন হবে ইনশাল্লাহ: আনোয়ারুজ্জামন চৌধুরী

সিলেট সিটি করপোরশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রাথী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি যেমন পরিকল্পিতভাবে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, তেমনি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেটকেও এগিয়ে নিতে চান। একটি পরিচ্ছন্ন শান্তির নগরী হিসাবে সিলেটকে প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন নৌকা নির্বাচিত হলে তার সবকিছুই করা হবে।

আমার ঘোষিত ইশতেহারের প্রতিটি বিষয় বাস্তবায়নের মাধ্যমে সিলেটবাসীর আশা আকাংখার প্রতিফলণ ঘটনো হবে।

তিনি আজ রোববার (১৮ জুন) সিলেট মহানগরীর শিবগঞ্জের ফরহাদ খাঁর পুল সংলগ্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনাদের সেবা করতে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে এখানে পাঠিয়েছেন। ইনশাল্লাহ নৌকায় ভোট দিলে আপনাদের কাংখিত উন্নয়ন হবে। কারণ, জনসেবার মানসিকতা নিয়েই আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত হয়েছি।

এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী ফরহাদ খাঁর পুল ও আশপাশ এলাকার মানুষের খোঁজখবর নেন এবং আন্তরিক সহমর্মিতা জানান। তিনি নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রতিশ্রুতি দেন।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আব্দুর রহিম সিআইপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, ডা. আরমান আহমদ শিপলু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, শফিকুল ইসলাম আলকাছসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ