ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সমাজসেবী মোঃ কামরুল হোসেন রাজীবের সমর্থনে গতকাল ১৬ জুন শুক্রবার রাতে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সমর্থকবৃন্দ ঘুড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
ওয়ার্ডের জেল রোড, খান্দাউরা, সওদাগরটুলা, চারাদিগিরপার, নয়াসড়ক, মিরবক্সটুলা, হাওয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন সমাজসেবী অজিদ চক্রবর্তী, আলিম আহমদ, ইকবাল হোসেন মুর্শেদ, সঞ্জিত চন্দ্র কর, কয়ছর আহমদ, আবুল হোসেন, মো. মন্জু, মিটু বিশ্বাস, সৈরভ আহমদ, সাজ্জাদ, নাসির, জাহেদ, লিটন, সাইদ, অলি বিশ্বাস, শিপলু বিশ্বাস, আরিফ, রুহেল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ১৬নং ওয়ার্ডবাসী এইবার কাউন্সিলর পরিবর্তন চাচ্ছেন। পরিবর্তনের লক্ষে এবার আমারা সমাজসেবী কামরুল হোসেন রাজীবকে প্রার্থী করেছি। আপনারা ঘুড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে আপনাদেরকে সাথে নিয়ে ওয়ার্ডকে স্মার্ট ও নান্দিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবে। নেতৃবৃন্দ সর্বস্তরের জনসাধারণের প্রতি ঘুড়ি মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
গণসংযোগ শেষে নির্বাচনী প্রধান কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় কাউন্সিলর প্রার্থী কামরুল হোসেন রাজীব উপস্থিত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী ২১ জুন নির্বাচনে আমাকে ঘুড়ি মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করতে সবার প্রতি অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD