শভরন বাংলাদেশ লিমিটেড’র শ্রমিকদের ছাটাইকৃত পূর্ন:বহালের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩

শভরন বাংলাদেশ লিমিটেড’র শ্রমিকদের ছাটাইকৃত পূর্ন:বহালের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন

শেভরন বাংলাদেশ লিমিটেড ব্লক-১৩/১৪ সর্বস্তরের শ্রমিক ও কর্মচারীর উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ জুন) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেভরন বাংলাদেশ লিমিটেড ব্লক-১৩/১৪ এর শ্রমিকদের ছাটাইকৃত শ্রমিকদের পূর্ন:বহালের দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মার্কিন বহুজাতিক কোম্পানী তেল, গ্যাস, উত্তোলনকারী শেভরন বাংলাদেশ লিমিটেড এর আউট সোসিং এর নামে কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে। গাড়ি চালক, ক্যাটারিং, ওয়াল্ডার, কন্সট্রাকশন হেলপার, প্লাম্বার, কারপেন্টর, ইকুপমেন্ট, অপারেটর, স্কাপওল্ডার সহ অন্যান্য শ্রমিকদের চাকুরিচ্যুত করে নতুন নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে।

সাইফুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-ফারহান আহমেদ, তারা মিয়া, ফখরুল ইসলাম, নাসির উদ্দিন, নন্দ গোয়ালা, মহোন বাহাদুর, নাজিম খান, মকবুল আলি,লাল মিয়া, বেলাল আহমদ, বাচ্চু মিয়া, মঞ্জুরোল হোসেন, জিল্লু মিয়া, উসমান খা, জাবেদ খান,হাসিম মিয়া, বেলাল হোসেন, তারেক মিয়া, আলাউদ্দিন, শৈলেন মোন্ডা, ফজল মিয়া, দেলোয়ার হোসেন, মো: আলী, ফরহাদ আহমেদ, নুর হোসেন, সুমন আহমেদ, সাহরুল ইসলাম, শাহ আলম হোসেন, সুরুজ আলি, জসিম উদ্দিন, আজিম উদ্দিন, সাইফুল ইসলাম, জাবেদ মিয়া, জুয়ায়েল, রায়হান আহমেদ, আলমগীর হোসেন, সোহাদ, রবি দাশ, ফখরুল ইসলাম এমরান, ফারুক আলি আমির হোসেন, ওমর ফারুক, আব্দুল খালিক, জাহাঙ্গীর মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে ব্যানার সহকারে নগরী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাক্কাতুরা শেভরন অফিসের সামনে গিয়ে সমাপ্ত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ