ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৩
সফরকারী আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। জয়ের ব্যবধান ৫৪৬ রান। শনিবার (৭ জুন) ঢাকা টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির ঠিক আগে বাংলাদেশ জয় এই বিশাল জয়।
৬৬২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান করতে পারে মাত্র ১১৫ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৮২ রান। আফগানিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে।
প্রথম ইনিংসে ২৪৬ রানে এগিয়ে থাকা বাংলাদেশের সুযোগ ছিল প্রতিপক্ষকে ফলো-অন করানোর, তবে তারা সেটা না করিয়ে আবারো ব্যাট করতে নামে। এবং ৪ উইকেটে ৪২৫ রানে ইনিংস ঘোষণা কর। রান তাড়ায় এরপর লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি আফগানরা।
এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের কেবল রেকর্ড জয়ই নয়, এটা টেস্ট ক্রিকেটের ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয়, এবং গত ৮৯ বছরের টেস্ট ক্রিকেট এত বিশাল জয় দেখেনি।
প্রায় দেড়শ বছর ও আড়াই হাজার টেস্টের ইতিহাসে এর চেয়ে বড় ব্যবধানে জয় আছে মাত্র ২টি। ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭৫ রানে জেতে ইংল্যান্ড। ছয় বছর পর ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অস্ট্রেলিয়া। অর্থাৎ টেস্ট ক্রিকেটে গত ৮৯ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
এস এ
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD