ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৩
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে সিলেট পলিকেটনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে সরাসরি চাকুরি প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত হলো দিনব্যাপী চাকরি মেলা।
গতকাল (১৬ জুন শুক্রবার) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সিলেট পলিকেটনিক ইনস্টিটিউটে জব ফেয়ার (চাকুরি মেলা) অনুষ্ঠিত হয়। “স্মার্ট শিক্ষা র্স্মাট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানে চারদিন ব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন এর তৃতীয় দিনে অনুষ্ঠিত চাকরি মেলায় রাজধানীসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চল থেকে মোট ১৫টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। মেলায় শিক্ষার্থীরা তাদের স্কিল ডেভলপের জন্য পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেন।
ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলায় ১৫ টি চাকুরি দাতা প্রতিষ্ঠানে শতাধিক পদে ৩৭৫জন চাকরি প্রার্থী আবেদন করে। এর মধ্যে ছাতকের আকিজ কোম্পানী ১০জনকে নিয়োগের জন্য নির্বাচিত করেন।
চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডাস্ট্রি লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে ৬টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্বারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে চাকরি প্রদানের লক্ষ্যে চুক্তিতে রয়েছে ইন্ড্রাস্টিয়াল ট্রেনিং, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ এবং শিক্ষার্থীদের চাকরি প্রদান করার শর্ত।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলিকেটনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ বদরুল হক। ইনস্ট্রাকটর রুনা লায়লা চৌধুরী ও দেবজানী তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী এ কিউ এ জোবায়ের আহমেদ, পাওয়ার টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইকবাল আহমেদ চৌধুরী, ননটেক এর বিভাগীয় প্রধান দেবাশীষ দত্ত পূরকায়স্ত, ইলেকট্রনিকস বিভাগের বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী এবং ডিজিট আইটি ফার্মের ব্যবস্থাপনা পরিচালক রনি সাহা।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD