নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামানের নির্বাচনী ইশতেহার ঘোষণা শনিবার

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৩

নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামানের নির্বাচনী ইশতেহার ঘোষণা শনিবার

সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২১জুন। আর তিন দিন পর বন্ধ হয়ে যাবে সকল প্রচারণা। সে হিসেবে শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

শেষ সময়ে এসে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনী ইশতেহার ঘোষণা দিবেন। শনিবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন’র তৃতীয় তলার হলরুমে ইশতেহার ঘোষণা করা হবে।

জানা গেছে, সিলেট মহানগরের উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলো সমাধানের মাধ্যমে একটি স্মার্ট তিলোত্তমা নগরী গড়ে তোলার বিষয়টি ইশতেহারে গুরুত্ব পেয়েছে। গুরুত্ব পেয়েছে নগরীর জলাবদ্ধতা নিরসন, নদী খনন, উন্নত স্যানিটেশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাপারে তার চিন্তাভাবনাগুলোও।

ইশতেহার ঘোষণাকালে সিলেটের গণমাধ্যম কর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মীরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সেলের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ