ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৩
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জামালপুরে দুর্বৃত্তদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। শুক্রবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলার বকশীগঞ্জের গোমেরচরের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে, সকাল ১০টার দিকে বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে সাংবাদিক নাদিমের প্রথম জানাজা ও গোমেরচর জিগাতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত এই সাংবাদিকের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় জামালপুর প্রেস ক্লাব, জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠন।
উল্লেখ্য, গত ১৪ জুন রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জের পাথাটিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরে ময়মনসিংসহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তিনি বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD