ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৩
কানাডার ম্যানিটোবা প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ বয়স্ক ব্যক্তি বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
দুর্ঘটনায় দুই চালকসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থাও গুরুতর।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির
একজন প্রত্যক্ষদর্শী সিবিসি নিউজকে জানান, স্থানীয় সময় দুপুরের পর তিনি একটি খাদে একটি জ্বলন্ত যানবাহন দেখতে পান।
পুলিশ জানিয়েছে, উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে ট্রাক এবং বেশিরভাগ বয়স্ক ব্যক্তিদের বহনকারী একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা বেশিরভাগ প্রবীণ ডাউফিন, ম্যানিটোবা ও আশেপাশের এলাকার বাসিন্দা ছিল।
এক সংবাদ সম্মেলনে ম্যানিটোবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধারে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং ১২টি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD