ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৩
আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে এক পথসভা ও গণসংযোগ অনুষ্টিত হয়।
শুক্রবার (১৬ জুন) বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্টে পথসভা ও গনসংযোগ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। গনসংযোগটি জিন্দাবাজারে এসে শেষ হয়।
সংগঠনের সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস খানের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেক বলেন, নৌকার জোয়াড়ে সিলেট আজ আলোড়র সৃৃষ্টি হয়েছে। যে দিকে দৃষ্টি যাচ্ছে সে দিকেই মানুষের কন্ঠে নৌকার জয় ধ্বনি শোনা যাচ্ছে। আমাদের বঙ্গবন্ধু ফাউন্ডেশন নৌকাকে বিজয়ী করতে যতোটুুকু শ্রম, ঘাম দিতে হয়। তা আমরা দিয়ে যাবো। তারপরও নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কনিকা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগরের সভাপতি নজির আহমেদ আজাদ, জেলার সহ-সভাপতি মো: ময়নুল ইসলাম, ভানুলাল দাস, বিধু ভুষন চক্রবর্তী, শাহ জামাল আহমেদ, তোফাজ্জল হোসেন, রুহেল চৌধুরী, শেলী রানী দেব, এম এইচ মেনন, কাজী মো. হাকিম রাজা, মাফরুজা আক্তার মৌসুমি, শাহ আলম, রুহেল চৌধুরী, শুভ দেব, মনসুর আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD