মিয়া ফাজিল চিসত প্রান্তিক এলাকায় কাউন্সিলর প্রার্থী সৈয়দ তৌফিকুল হাদী’র নির্বাচনী গণসংযোগ

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩

মিয়া ফাজিল চিসত প্রান্তিক এলাকায় কাউন্সিলর প্রার্থী সৈয়দ তৌফিকুল হাদী’র নির্বাচনী গণসংযোগ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ তৌফিকুল হাদী ঝুড়ি মার্কার সমর্থনে সুবিদবাজারস্থ মিয়া ফাজিল চিসত প্রান্তিক এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) বাদ মাগরীব নগরীর ১ নম্বর ওয়ার্ডের সুবিদবাজার, মিয়া ফাজিল চিশত প্রান্তিক জামে মসজিদের সামন থেকে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন।

গনসংযোগকালে সৈয়দ তৌফিকুল হাদী বলেন, আগামী ২১ জুন ঝুড়ি মার্কায় আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে পুনরায় এলাকাবাসীর সুযোগ দিন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ৩য় বারের মতো আমাকে ঝুড়ি মার্কায় ভোট দিয়ে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করুন।

এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি তোফায়েল মাস্টার, আহমদ আলী মলাই, আবুল হোসেন, রফিকুল ইসলাম, কুতুব উদ্দিন, ফয়ছল করিম মুন্না, মোস্তাফিজুর রহমান, রুমেল, পাপ্পু, তুষার, মৌলানা, সালমান, সাদিক মিয়া, তারু, হিমেল, ইলিয়াস, নজির হাসান, মো. রাসেল, দৌধ, সফি আহমদ চৌধুরী, নাফিস চৌধুরী, ফয়েজ, আজিমুজ্জামান, আনামুল সাদী, জুনায়েদ রাজা, মেহেদি চৌধুরী এবং অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ