ফারুক আহমদ-সামছুন নাহার ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩

ফারুক আহমদ-সামছুন নাহার ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র ব্যতিক্রমী উদ্যোগ

ফারুক আহমদ-সামছুন নাহার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নিজস্ব উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে উপহার সামগ্রী ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুরে সংগঠনের চেয়ারম্যান মনসুর রুমান আহমদ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর পরিবারের কাছে এক মাসের বাজার ও ভাতা পৌঁছে দেন এবং প্রত্যেক মাসে মাসে শিশুর পরিবারকে এই উপহার দেওয়া অব্যাহত থাকবে।

এসময় সংগঠনের চেয়ারম্যান মনসুর রুমান আহমদ বলেন, ফারুক আহমদ-সামছুন নাহার ওয়েলফেয়ার অর্গানাইজেশন ২০২২ সাল থেকে আমার ৬ ভাই বোন মিলেও মা-বাবার ইচ্ছাতে এতিম, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও এতিম হাফিজ এবং অসহায় বৃদ্ধদের নিয়ে কাজ শুরু করি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গত জানুয়ারী ২০২৩ থেকে বর্তমানে ১০টি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে মাসে মাসে ভাতা ও বাজার দিয়ে আসছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের সংগঠনের লক্ষ্য এতিমখানা, মসজিদ, মাদরাসা তৈরি করা। সদস্য আছেন ১২ জন। আমাদের নিজের পরিবারের অর্থায়নে সম্পূর্ণ সংগঠনটি পরিচালনা করে আসছি। কারো কাছ থেকে কোন ডোনেশন নেওয়া হয় না। বর্তমানে ৫ জন মেধাবী এতিম ও ৫ জন এতিম হাফিজ শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন করা হয়েছে। সামনে আরো মেধাবী এতিম ও হাফিজদের দায়িত্ব নেওয়া হবে। গত রমজান মাসে খাদ্যসামগ্রী ও ইদ উপহার বিতরণ করেছি।

এ সংক্রান্ত আরও সংবাদ