ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৩
রেকর্ডগড়া পারিশ্রমিক পেলেন। চুক্তি নবায়নে ক্লাবের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপেরও সুযোগ পেলেন। তবুও নাকি প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) মন টিকছে না কিলিয়ান এমবাপ্পের। চুক্তির মেয়াদ শেষেই প্যারিস ছাড়তে চান ফরাসি স্টার। এদিকে ফ্রি এজেন্ট বানিয়ে এমবাপ্পেকে ছাড়তে নারাজ পিএসজি। চুক্তি শেষ হওয়ার আগেই এমবাপ্পেকে বিক্রি করে দিতে চায় লা প্যারিসিয়ানরা। ফরাসি গণমাধ্যম লেকিপের খবর, এমবাপ্পের রিলিজ ক্লজ প্রায় ১৮০০ কোটি টাকা ধরেছে পিএসজি।
গত বছর কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার জোর সম্ভাবনা জেগেছিল। তবে শেষ মুহূর্তে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ফরাসি তারকার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি বাড়ায় পিএসজি। সেখানে একটি শর্তও ছিল। এমবাপ্পে চাইলে চুক্তিটা আরও এক বছরের জন্য বাড়াতে পারবেন।
তবে সেই সিদ্ধান্ত এই বছরের জুলাইয়ের মধ্যেই নিতে হবে এমবাপ্পেকে। তবে ফরাসি গণমাধ্যমগুলোর খবর, এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন। নিজের ইচ্ছার কথা ক্লাবকে জানিয়ে একটা আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন তিনি। চুক্তি না বাড়ালে আগামী মৌসুমের পরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। লেকিপ জানিয়েছে, এমবাপ্পেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে রাজি নন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি। এমবাপ্পের রিলিজ ক্লজ হিসেবে পিএসজির চাওয়া ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকারও বেশি।
এমবাপ্পের পিএসজি অধ্যায় শেষ হলে পরবর্তী গন্তব্য কোথায়? সম্ভাবনার তালিকায় শুরুর নামটিই হতে পারে রিয়াল মাদ্রিদ। ২০১৭ সাল থেকে ফরাসি ফরোয়ার্ডকে ভেড়ানোর চেষ্টায় রয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। প্রায় প্রত্যেক ট্রান্সফার উইন্ডোতেই পিএসজির সঙ্গে দরকষাকষি করেছে রিয়াল।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD