ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২১ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৩
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পরাজয়ের এক দিন পেরোয়নি। অস্ট্রেলিয়ার কাছে শিরোপা খোয়ানোর ঘা এখনও শুকায়নি রোহিত শর্মা-বিরাট কোহলিদের মনে। যা নিয়ে ভারতীয় দলকে রীতিমত ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেকরা। এবার সে কাটা ঘায়ে নতুন করে নুনের ছিটা দিলেন খোদ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্লো ওভার রেটের কারণে ভারতীয় দলকে ম্যাচ ফির শতভাগ জরিমানা করেছে আইসিসি। ফলে, ফাইনালের ম্যাচ ফি থেকে কোনো টাকাই পাবেন না রোহিত শর্মার দল। একই কারণে ভারতের পাশাপাশি ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানার কবলে পড়েছে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
শুধু দুই দলই নয়, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের কারণে ওপেনার শুভমান গিলকেও তার ম্যাচ ফির বাড়তি ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। বিতর্কিত আউট নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের কারণে এই শাস্তি পেয়েছেন ভারতের এই তরুণ ওপেনার।
সোমবার (১২ জুন) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারত ও অস্ট্রেলিয়ার ওপর এই শাস্তির রায় দিয়েছেন। দুই অধিনায়ক রেফারির রায় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।
নিয়ম অনুযায়ী, স্লো–ওভার রেটে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হয়ে থাকে। এ ক্ষেত্রে ওভারের সংখ্যা বেশি হওয়ায় ফাইনালে দুই দলের সাজার পরিমাণ বেড়েছে। ভারত বরাদ্দকৃত সময়ের মধ্যে পাঁচ ওভার এবং অস্ট্রেলিয়া চার ওভার পিছিয়ে ছিল বলে জানায় আইসিসি।
এদিকে ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার ১৫ মিনিট পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আউট নিয়ে একটি পোস্ট দেন গিল। সেই পোস্টে ক্যামেরুন গ্রিনের তার ক্যাচ নেওয়ার ছবির সঙ্গে দুটি আতশি কাচের ইমোজি দেন তিনি।
এ ঘটনায় গিলকে ‘আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সম্পর্কিত ঘটনায় প্রকাশ্য সমালোচনা বা অযাচিত মন্তব্যে’র ধারায় শাস্তি দেয় আইসিসি। আচরণবিধি ভঙ্গের দায়ে গিলকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান পর্যায়ের অপরাধে ন্যূনতম শাস্তি হচ্ছে আনুষ্ঠানিক তিরস্কার, সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। যদি দুই বছরের মধ্যে কোনো ক্রিকেটার ৪ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান তাহলে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি–টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন তিনি।
এর আগে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৬৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে মাত্র ২৯৬ রানেই আটকে যায় ভারত। ফলে ১৭৩ রানের লিড নিয়ে আবারও ব্যাটিংয়ে নেমেছিল অজিরা।
দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে প্যাট কামিন্সের দল। ফলে চতুর্থ ইনিংসে রেকর্ড ৪৪৪ রানের বড় লক্ষ্য পায় ভারত। পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ২৩৪ রানের বেশি করতে পারেনি ভারত। ফলে ২০৯ রানের জয়ে টেস্ট চ্যাম্পিয়নের মুকুট পরে অজিরা।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD