ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৩
সিলেট সিটি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদ প্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নির্বাচিত হলে সিলেট হবে একটি আধুনিক স্মার্ট সিটি। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সবুজ ও পরিছন্ন নগরী উপহার দিবো। সন্ত্রাসী ও ভূমি দেখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পবিত্র নগরীর উন্নয়নের জন্য যে আমানত আমার উপর ন্যস্ত করেছেন আমি আমার জীবন দিয়ে হলেও তা রক্ষা করবো। এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মুল্যবান ভোট দিয়ে নৌকা প্রতিককে জয় যুক্ত করুন। আমি আপনাদের ভোটে অমর্যাদা করবো না।
রোববার (১১ জুন) রাতে নগরীর শাহী ঈদগাহ পয়েন্টে নির্বাচনী পথসভায় এ কথাগুলো বলেন।
জেলা আওয়ামীলীগের সহসভাতি এডভোকেট শাহ মশাহিদ আলীর সভাপতিত্বে এবং একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট জেলার সাধারন সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মোস্তাক আহমদ পলাশের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামীলীগের সহসভাপতি ফয়জুর আনোয়ার আলাওর, নরুল ইসলাম পুতুল, মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক তপনমিত্র,ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দীন মানিক, মহানগরের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর কাদির এলিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুবের খান, আওয়ামীলীগ নেতা আকবর হোসেন সেলিম, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আলিমুজ্জামান, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, খসরুজ্জামান খসরু, কুতুব উদ্দীন, সেজুয়ান আহমদ, আলকাছ মিয়া, ফজলুর রহমান, আব্দুল মুকিত, আব্দুস সালাম ফারুক, মাহবুব আহমদ, যুক্তরাজ্য যুবলীগ নেতা এমদাদুর রহমান ফরহাদ, জামাল খান, সফিকুল ইসলাম চৌধুরী মুকুল, এনামুল হক এনাম জেলা আওয়ামীলীগের সদস্য আব্দাল মিয়া, এডভোকেট এমাদাদ আহমদ, সাইফুল আলম রুহেল, জগলু চৌধুরী, জাতীয় পরিষদ সদস্য নুরুল ইসলাম, মহানগর আওয়ামীলীগ নেত্রী হেনা বেগম, জেলা পরিষদ সদস্য এ. জেড রওশন জেবীন (রুবা), ছাত্রলীগ জেলার সাধারণ সম্পাদক রাহেল সিরাজ মহানগরের সাধারন সম্পাদক নাঈম আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD