ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৩
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার অভিযানে ৩ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের বিশম্ভরপুরের মুকিখলা গ্রামের খোকন মিয়ার ছেলে মোবারক মিয়া (২২), একই উপজেলার জামালপুর গ্রামের খুর্শেদ আলমের ছেলে আশরাফুল ইসলাম ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাখরপুর গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে জাকির হোসেন মিলন।
জানা যায়, গত শনিবার (১০ জুন) রাতে উপজলোর মল্লিকপুর-কুতুবপুর গ্রামে ডাকাত প্রবেশের খবর ছড়িয়ে পড়ে। এলাকায় সতর্কতামূলক মাইকিং করানো হয়। যুবকরা পাহারা দেয় নিজ নিজ এলাকা। এর মধ্যে ডাকাতি কাজের জন্য আনা পিকআপ গাড়ির চালককে আটক করেন ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম। চালকের দেওয়া তথ্যমতে অন্যদেরও আটক করে পুলিশ।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানা এসআই আশরাফুল আলম বলেন, তাদের কাছ থেকে রামদা, গ্রীল কাটার, শাবল, রেঞ্চ, স্ক্রু-ড্রাইভার ইত্যাদি উদ্ধার করা হয়েছে। পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD