নারী উদ্যোক্তাদের সাথে কাউন্সিলর প্রার্থী সৈয়দ তৌফিকুল হাদী নির্বাচনী মতবিনিময় সভা

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৩

নারী উদ্যোক্তাদের সাথে কাউন্সিলর প্রার্থী সৈয়দ তৌফিকুল হাদী নির্বাচনী মতবিনিময় সভা

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, দীর্ঘ ১০ বছর আপনাদের নির্বাচিত কাউন্সিলর হিসেবে এলাকাবাসীর সেবায় নিয়োজিত ছিলাম এবং এলাকার উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করেছি। আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমার ঝুড়ি মার্কায় আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে আবারো ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জয়যুক্ত করবেন। সকলের দোয়া ও ভোট প্রার্থনা করছি।

তিনি রবিবার (১১ জুন) রাতে নগরীর দরগাহ মহল্লায় প্রধান নির্বাচনী কার্যালয়ে ১ নম্বর ওয়ার্ডের নারী উদ্যোক্তাদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

পায়রা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সাদিক মিয়ার সভাপতিত্বে ও মো. আজমল আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন আম্বরখানা এলাকার বিশিষ্ট মুরব্বি মীর সোহেল, নজির আহমদ, আব্দুর রহমান জনি, হিমেল ইলিয়াস, আজিম, নাজু বেগম, রেহেনা বেগম, রুহুল আমীন, ছায়েম আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ