আনোয়ারুজ্জামানের সমর্থনে ডা. আরমান আহমদ শিপলুর লিফলেট বিতরণ

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৩

আনোয়ারুজ্জামানের সমর্থনে ডা. আরমান আহমদ শিপলুর লিফলেট বিতরণ

আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে লিফলেট বিতরণ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।

সোমবার (১২ জুন) বিকাল ৪টায় সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের সিটি মার্কেট, বন্দরবাজার, লালদিঘীরপাড় সহ জনসাধারণ এবং ব্যবসায়ীদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণার পাশাপাশি লিফলেট বিতরণ করেন তিনি ও নেতৃবৃন্দ।

গণসংযোগে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হকার্সলীগ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও ১৪নং ওয়ার্ড শাখার শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মানিকুল ইসলাম মানিক, কামাল আহমদ, আবুল বশর, কুদ্দুস মিয়া, রফিক মিয়া, জাফর মিয়া, বেলাল আহমদ, রনি, অপু, নাহিদ, জুবায়ের, ফয়ছল, শাহান, রাবি প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ