সিরাজুল আলম খানের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেলা শাখার শোক

প্রকাশিত: ৭:৩৩ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২৩

সিরাজুল আলম খানের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেলা শাখার শোক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার (১০ জুন) এক শোক বার্তায় জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতৃবৃন্দ জাতীয় বীর, জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ আরো বলেন, ’৬০-এর দশকে বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম-স্বাধিকার সংগ্রাম, ’৬৯-এর ঐতিহাসিক গণ-অভ্যুত্থান-স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের মাঠে অগ্রণী ও অন্যতম প্রধান চিন্তক ও সংগঠক হিসেবে সিরাজুল আলম খানের ঐতিহাসিক ও কিংবদন্তিতুল্য ভূমিকা ও অবদানের জন্য তিনি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। রাজনৈতিক মতপার্থক্যের কারণে জাতির জন্য তাঁর এই ঐতিহাসিক ভূমিকা ও অবদান কখনই ম্লান হবে না।

শোক প্রকাশ করেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা জেএসডির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক, যুগ্ম আহ্বায়ক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, জে.এসডি সদস্য রিয়াজ উদ্দিন আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সদস্য সচিব আনোয়ার হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সদস্য সচিব রাইমা আক্তার সুরমা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ