শাবিতে তৈরি হচ্ছে ‘ গাড়ি পার্কিং জোন’

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২৩

শাবিতে তৈরি হচ্ছে ‘ গাড়ি পার্কিং জোন’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষাভবন ও প্রশাসনিক ভবনের পাশে তৈরা করা হচ্ছে ‘গাড়ি পার্কিং জোন’। এতে দূর হচ্ছে ভবনগুলোর ফটকের সম্মুখে বহুদিন ধরে থাকা গাড়ির জটলা। গাড়ি পার্কিং সুবিধা তৈরি হলে ক্যাম্পাসের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি একাডেমিক ও দুটি প্রশাসনিক ভবন রয়েছে। নতুন আরও কয়েকটি ভবনের কাজ সম্পন্ন হওয়ার পথে। এছাড়া এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন প্রায় ১০ হাজার, শিক্ষক রয়েছেন সাড়ে পাঁচশতাধিক, কর্মকর্তা ও বিভিন্ন স্তরের কর্মচারীসহ রয়েছেন প্রায় ৮শ’য়ের মত। প্রতিদিন ক্যাম্পাসে যাতায়াতে তাদের কেউ কেউ নিজেদের ব্যাক্তিগত গাড়ি ব্যবহার করেন। যখন তারা বিভিন্ন ভবনে কাজের উদ্দেশে যাতায়াত করেন তাদের ব্যক্তিগত গাড়ি সংশ্লিষ্ট ভবনের সম্মুখে রেখে যান। এতে অনেক সময় ভবনে সাধারণ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাও কর্মচারীদের সহজ যাতয়াতে বিঘ্ন সৃষ্টি হয়। পাশাপাশি গাড়ির এই জটলা ভবনের সৌন্দর্যকে নষ্ট করে বলে মনে করেন তাদের অনেকেই।

জানা যায়, ভবনের সম্মুখে থাকা এই জটলা নিরসনের লক্ষে ৫টি একাডেমিক ভবন ও দুটি প্রশাসনিক ভবনের সামনে পার্কিং জোন তৈরি করা হচ্ছে। পার্কিং জোনের কাজের সার্বিক দিক পরিচালনার জন্য ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন। অন্য সদস্যরা হচ্ছেন সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুজন শিক্ষক, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ও প্রকৌশল দপ্তরের একজন কর্মকর্তা।

এ বিষয়ে পার্কিং জোন নির্মাণ কাজ পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কবির হোসেন বলেন, পার্কিং জোনের ডিজাইন সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে মাটি দিয়ে জায়গা ভরাটের কাজ চলছে। আমরা কাজটি দ্রুতই শেষ করা চেষ্টা করছি। নতুন যে ভবনগুলো হচ্ছে বা নির্মাণাধীন রয়েছে, সেসব ভবন সংলগ্ন পার্কিং জোন পরবর্তীতে তৈরি করা হবে।

‘আমরা আশা করছি, শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি রাখার জন্য সুন্দর একটি ব্যবস্থা তৈরি হবে এবং তারা সেগুলো ব্যবহার করতে পারবেন।’ এতে দীর্ঘদিন ধরে শিক্ষাভবনের সম্মুখে জটলা পেকে থাকা গাড়িগুলোও একটি সুন্দর ব্যবস্থাপানায় আসবে বলে মনে করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ