ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২৩
সিলেট নগরীর দারগাহ গেইট এলাকার জমজম আবাসিক হোটেল থেকে জাবের হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি মাদারীপুর জেলার শিবচর থানার কদমতলী গ্রামের চান মিয়ার ছেলে।
সোমবার (৫ জুন) সকালে শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ সোমবার সাকালে জমজম আবাসিক হোটেলের ৪১৭ নম্বর কক্ষ থেকে জাবেরের মরদেহ উদ্ধার করে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের।
এরআগেও এই হোটেলে থেকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সেনপাড়া গ্রামের মোরশেদ (৪৭) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD