কাজীটুলায় নৌকা মার্কার সমর্থনে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩

কাজীটুলায় নৌকা মার্কার সমর্থনে মা সমাবেশ অনুষ্ঠিত

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) বিকাল ৪টায় নগরীর কাজীটুলা মহসিন টিলায় মা সমাবেশের আয়োজন করা হয়।
সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য মহসিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্রের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সহ-সভাপতি ফয়জুল আলাওর আনোয়ার, মেয়র প্রার্থীর সহধর্মীনি হলি চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সায়ফুল আলম রুহেল, কোষাধ্যক্ষ সমশের জামান, যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাহানার চৌধুরী কলি, আসমা সিকদার, অনামিকা মিত্র পম্পা, অভিজিত রায় রাকু, ফাতেমা হোসেন সাথী, সাহাবউদ্দিন আহমদ সাবু প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ