ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩
দীর্ঘ দিন পর সিলেট জেলা পূজা পরিষদের কমিটি ঘোষনা করা হয়েছে। গত ৯ ডিসেম্বর ২০২২ এর স্থগিত কমিটি রোববার (৪ জুন) দুপুৃরে ১২টায় নগরীর বন্দবাজারস্থ ব্রহ্ম মন্দিরে সাবজেক্ট কমিটির সভায় কেন্দ্রীয় পূজা পরিষদের উপদেষ্টা জয়ন্ত সেন দীপু এর সভাপতিত্বে এই কমিটি ঘোষনা করা হয়।
সিলেট জেলা পূজা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ এবং অরুন দেবনাথ সাগরকে যুগ্ম সম্পাদক করে কমিটির নাম ঘোষনা করেন সিলেট জেলা কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক জয়ন্ত কুমার দেব।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় পূজা পরিষদের সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য জয়ন্ত সেন দীপু, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃতে্যুঞ্জয়ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্রাচার্য্য, অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, কৃপেষ চন্দ্র পাল, মানিক দে, জকিগঞ্জ উপজেলা সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, গোয়াইনঘাট সভাপতি সুভাষ পাল ছানা, বালাগঞ্জ উপজেলা সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, ফেঞ্চুগঞ্জ সভাপতি বিজন দেবনাথ, কানাইঘাট সভাপতি ভজন লাল দাস, গোলাপগঞ্জ সভাপতি অনিল চন্দ্র পাল, বিশ্বনাথ উপজেলা সভাপতি সুনীল কান্তি দে, গোলাপগঞ্জ সেক্রেটারি প্রভাষক রজত কান্তি দাস, জৈন্তাপুর সেক্রেটারী দুলাল দেব, বালাগঞ্জ সেক্রেটারি নয়ন তালুকদার, জকিগঞ্জ সেক্রেটারি রাজস বিশ্বাস, কোম্পানীগঞ্জ এর সেক্রেটারি প্রকাশ চন্দ্র সরকার, বিশ্বনাথ এর সেক্রেটারি জয়ন্ত কুমার দাস, গোয়াইঘাট এর সেক্রেটারি নিত্যানন্দ দাস।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD