ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ পূর্বাহ্ণ, জুন ১, ২০২৩
পূর্ব কানাডার নোভা স্কশিয়া প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ছে। দাবানলের কারণে ওই প্রদেশের ১৬ হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, সাহায্যও চেয়েছে কর্তৃপক্ষ।
নোভা স্কশিয়ার প্রদেশ প্রধান টিম হিউস্টন বুধবার (৩১ মে) বলেছেন যে, তার সরকার অন্যান্য প্রদেশ থেকে সহায়তা পেয়েছে। আরও সহায়তার জন্য উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে।
এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, প্রাদেশিক রাজধানী হ্যালিফ্যাক্সের কাছে দুটি বড় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারপরও সেখানে দমকলকর্মীরা কাজ করছেন।
১৪টি দাবানলে পুড়ছে নোভা স্কশিয়া প্রদেশ। বাসিন্দাদের মধ্যে ভয় ও উদ্বেগ দেখা দিয়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে হিউস্টন বলেন, আমরা একটি সংকটে আছি। আমদের সহায়তা দরকার। যার কাছ থেকে যা পাবো, তার সম্পূর্ণ সহায়তাই আমরা নেবো।
দাবানল প্রায় ৮৩৭ হেক্টর জমি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ব্যারিংটন লেক এবং পাবনিকো এলাকায় অন্য দুটি দাবানলও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এস এ
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD