ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৩
সিলেটে মাদক মামলায় জাকির আহম্মদ জামাল (৩৮) নামে এক আসামির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত জাকির সিলেটের জকিগঞ্জ উপজেলার মৌলভীরচক বিয়াবাইল এলাকার আব্দুল হাশিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর( পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই সিলেটের জকিগঞ্জেন গোলাপগঞ্জ থেকে ৩ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ৩৯২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলের চালানসহ জাকির আহম্মদ জামালকে আটক করে র্যাব-৯ এর একটি দল। এ ঘটনায় পরদিন র্যাব-৯ এর উপ পরিদর্শক সজল কুমার ধর বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলায় জাকির আহম্মদ জামালকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
এরপর মামলার তদন্ত শেষে জামালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ১৪ মার্চ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারকার্য শুরু হয়। দীর্ঘ শুনানি ও ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
এস এ
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD