শামীমাবাদে প্রনিক্স মার্টের প্রথম আউটলেটের উদ্বোধন

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৩

শামীমাবাদে প্রনিক্স মার্টের প্রথম আউটলেটের উদ্বোধন

নগরীর ১০নং ওয়ার্ডের শামীমাবাদে প্রনিক্স মার্টের প্রথম আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার রাতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এডভোকেট আব্দুল রকিব বাবলু, প্রণয় কুমার দাস, অরুন দাস, মলয় কান্তি দাস কিংকর, মৃণাল কান্তি দাস রিন্টু, আশুতোষ দাস, এডভোকেট সত্যজিৎ কুমার দাস, প্রমিত দাস, অনিক দাস, প্রান্ত দাস, সপ্তদ্বীপ চয়ন, সুমিত দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ