ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২৩
জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিনেমার পাশাপাশি ওটিটি এবং টিভি নাটকেও তাকে দেখা যায়। কাজ করছেন বাংলাদেশ-ভারত দুদেশের ইনডাস্ট্রিতেই। তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
ওটিটি ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছি। সম্প্রতি ‘মিশন হান্টাডাউন’ নামে একটি ওটিটির কাজের শুটিং শেষ করেছি। সিরিজটি যৌথভাবে পরিচালনা করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
এতে আপনার চরিত্র ও শুটিং অভিজ্ঞতা কেমন ছিল?
সিরিজটি অ্যাকশন-থ্রিলারধর্মী হলেও এতে আমাকে সহজ-সরল নীরা নামে একজন নারীর চরিত্রে দেখা যাবে। মেয়েটির ব্যক্তিগত জীবন অনেক জটিলতার মধ্য দিয়ে যায়। আমার মনে হয় দর্শক এ ‘নীরা’ চরিত্রকে খুব চমৎকাররূপে খুঁজে পাবেন। কাজটি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। শুটিং অভিজ্ঞতাও বেশ ভালো। সবাই আনন্দের সঙ্গে কাজ করেছি।
কুরবানির ঈদে আপনার অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমাটি মুক্তির কথা চলছে। অগ্রগতি কী?
ঘোষণা দেওয়া হয়েছে আগেই। এ সিনেমার পরিচালক দীপংকর দীপন। জুন থেকে সিনেমার প্রচার শুরু হবে শুনেছি। প্রমোশনাল শুট হবে। প্রযুক্তি খাত ও সাইবার দুনিয়ায় নারীদের আরও বেশি এগিয়ে আসার অনুপ্রেরণার গল্পে তৈরি হয়েছে সিনেমাটি। এতে আমার চরিত্রের নাম নিশাত, যিনি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। দেশের বাইরে থেকে প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করে আসা একজন তরুণী। এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।
একটি সিনেমায় বহুল আলোচিত ধর্ষণের শিকার ইয়াসমিনের চরিত্রে হাজির হবেন বলে জানিয়েছিলেন…
সত্য ঘটনা অবলম্বনে ‘আমি ইয়াসমিন বলছি’ নামে এ সিনেমাটি তৈরি হচ্ছে। এটি কুরবানির ঈদের পর শুটিং করার পরিকল্পনা রয়েছে। এটাও হৃদয় স্পর্শ করার মতো একটি গল্প। গল্প শুনে আমি নিজেও নড়েচড়ে বসি। নিজের ভেতর ইয়াসমিনকে লালন করার চেষ্টা করে যাচ্ছি। আশা করি ভালো কিছু হবে।
আপনাকে এখনো নাটকেও অভিনয় করতে দেখা যায়। নিয়মিত হওয়ার ইচ্ছা আছে কী?
আমি মূলত অভিনয়কে গুরুত্ব দিয়ে কাজ করি। গল্প ও চরিত্র ভালো লাগলে আমার কাজের গতি এবং আগ্রহ বেড়ে যায়। বিশেষ দিবস উপলক্ষ্যে নাটকে কাজ করি। তবে আমার শুরু সিনেমা দিয়ে, তাই সিনেমাটিই বেশি করতে চাই। এটি ঠিক, আমি অভিনয় করতে পছন্দ করি, তা যে মাধ্যমেই হোক।
এস এ
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD