সুনামগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩

সুনামগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জে র‌্যাব অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার করেছে।রোববার দিবাগত রাত ১টার দিকে সুনামগঞ্জ সদর থানার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মোছা. রোহেনা (৩০), আক্কাছ (৪২), মো. সাগর মিয়া (২১)।

সোমবার দুপুরে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।