ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন বিভিন্ন আঞ্চলিক সড়কে পারমিট বিহীন অবৈধ গাড়ী নসিমন, করিমন ব্যাটারি চালিত টমটম বন্ধের দাবীতে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯ এর অন্তর্ভূক্ত গোলাপগঞ্জ উপ-কমিটি। রোববার (২৯ মে) গোলাপগঞ্জ উপজেলা কমিটির কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গোলাপগঞ্জ উপজেলাধীন বিভিন্ন আঞ্চলিক সড়কে পারমিট বিহীন অবৈধ গাড়ী নসিমন, করিমন ব্যাটারি চালিত টমটম অবাধে চলাফেরা করছে। বিভিন্ন সরকারি দফতরে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি আমরা। গত ১৩ মে এসব রোডে অবৈধ গাড়ি চলাচল বন্ধে সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি ১৫ মে এসব অবৈধ গাড়ি থেকে পরিত্রাণ পেতে গোলাপগঞ্জ মডেল থানা বরাবরে সংগঠনের পক্ষ থেকে আবেদনও করা হয়। কিন্তু এরপরও দৌরাত্ব কমছে না এসব অবৈধ গাড়ির চলাচল। তাই আগামী ৭২ ঘন্টার মধ্যে এসব গাড়ি চলাচল বন্ধ না হলে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে সংগঠনটি।
সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯ এর অন্তর্ভূক্ত গোলাপগঞ্জ উপ-কমিটির সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে ও সহ সভাপতি মো. আইন উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯ এর প্রচার সম্পাদক মো. সামাদ রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য আলী আহমদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক প্রচার সম্পাদক মানিক মিয়া, প্রবীন শ্রমিক নেতা বেলাল মিয়া, সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯ এর অন্তর্ভূক্ত গোলাপগঞ্জ উপ-কমিটির সম্পাদক মো. ছায়েল আহমদ, সহ সম্পাদক মো. সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, কোষাধ্যক্ষ মো. সেবুল আহমদ (বাটুল), সদস্য মো. মকসুদ হোসেন বাবুল, মো. কালাম আহমদ, মো. রিয়াজ আহমদ (রিকই) প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD