জাপার বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সঙ্গে জেলা উপজেলার মতবিনিময় প্রতিনিধি সভা কাল

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

জাপার বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সঙ্গে জেলা উপজেলার মতবিনিময় প্রতিনিধি সভা কাল

জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে পার্টির কর্মকান্ড গতিশীল ও দলীয় অবস্থান শক্তিশালী করার লক্ষে জেলা-উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির মতবিনিময় কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে আগামীকাল ২৬ মে শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে নগরী সিলেটস্থ “হোটেল গার্ডেন ইন ভিআইপি” হলরুমে সিলেট জেলা-উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে সিলেট বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির মতবিনিময়ের লক্ষ্যে প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতার মূখপাত্র ও বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক কাজী মো. মামুনূর রশীদ।

উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রতিমন্ত্রী ও দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু, সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য পীরজাদা জোবায়ের আহমদ ও সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য শাহ জামাল রানা।

প্রতিনিধি সভা সভাপতিত্ব করবেন সিলেট বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ও দশম জাতীয় সম্মেলনের যুগ্ম আহবায়ক অ্যাড.জিয়াউল হক মৃধা।

এ সংক্রান্ত আরও সংবাদ