ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩
আল কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ পরিচালিত প্রধান ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান গত ২৩ মে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর দরগা মহল্লাস্থ আল ক্বোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মিশরের আল আজহার ইউনিভার্সিটির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফিজ মাওলানা আমানাত উল্লাহ হেলাল।
আল কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের সভাপতি শায়খুল ক্বোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ ফরিদ আহমদ।
বক্তব্য রাখেন মাওলানা ক্বারী মোঃ আরিফ বিল্লাহ আমির, মাওলানা হাফিজ ক্বারী রহমতুল্লাহ, মাওলানা হাফিজ ক্বারী আব্দুর রহমান, মাওলানা ক্বারী রাসেল সিকদার, মাওলানা ক্বারী এমরান আহমদ, কেন্দ্রের শিক্ষক মাওলানা ক্বারী মোঃ সালমান আহমদ, ইঞ্জিনিয়ার ক্বারী লোকমান আহমদ, মাওলানা ক্বারী রফিক আহমদ, হাফিজ মাওলানা ক্বারী ছহুল আহমদ, মাওলানা ক্বারী রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফিজ মাওলানা আমানাত উল্লাহ হেলাল সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাগ্রন্থ আল কুরআন মানব জাতির পরিপূর্ণ জীবন বিধান। কুরআনে রয়েছে দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি। কুরআনের আলোই জীবন পরিচালনা করলে সমাজে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পরকালের পথ সুমগ হবে। প্রত্যেক শিক্ষার্থীদের দুনিয়ার জ্ঞান অর্জনের পাশাপাশি কুরআন শিক্ষা গ্রহণের বিকল্প নেই। বক্তারা বলেন, যারা পবিত্র কুরআন শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখেন, তারাই প্রকৃত আল্লাহ প্রেমি মানুষ।
বক্তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কুরআন শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা ও খেদমতের মাধ্যমে ভূমিকা রাখার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD