ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩
ঝেরঝেরি পাড়া মাদ্রাসা ও আলী ইহসান ট্রাভেলসের যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। অদ্য মঙ্গলবার (২৩ মে) ঝেরঝেরী পাড়া মাদ্রাসার নির্মানাধীন ৯ তলা বিশিষ্ট ভবনের ২য় এবং ৩য় তলায় মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এক ঘন্টা সময় নির্ধারণ করে প্রত্যেক দিন বাদ মাগরিব এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে আল-ইহসান ট্রাভেলসের নিবন্ধিত ২৬০ জন হজযাত্রী ছাড়াও সিলেটের অন্যান্য এজেন্সির সম্মানীত হজযাত্রীগণ অংশগ্রহণ করেন।
মাদ্রাসার ২য় তলায় সম্মানীত মহিলা হজযাত্রীবৃন্দের জন্য পর্দা সহকারে আলাদাভাবে প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহনের সু-ব্যবস্থা করা হয়েছে।
উক্ত হজ, উমরাহ ও জিয়ারত প্রশিক্ষন কর্মশালায় ঝেরঝেরি পাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আল-ইহসান ট্রাভেলসের সত্বাধিকারী আলহাজ্ব মাওলানা শায়েখ মাহমুদ সোয়াইব প্রশিক্ষণ প্রদান করেন। তিনি জানান, মাদ্রাসার ২য় তলায় মহিলা হজ যাত্রীদের জন্য প্রজেক্টর এর মাধ্যমে আলাদাভাবে প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে, এছাড়াও আগামী দিনগুলোতেও যেকোনো ট্রাভেলস এজেন্সির হজযাত্রীগণ এই হজ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।
হজ্ব প্রশিক্ষণকালে অন্যান্য এর মধ্যে উপস্থিত ছিলেন, শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মুসাহিদ কাসেমী, ঝেরঝেরী পাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস খান, আল-ইহসান ট্রাভেলসের ব্যবস্থাপক (হজ্ব) এনায়েতুল হক চৌধুরী প্রমূখ । বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD