ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, নগরবাসী আর ফাঁকা বুলিতে বিশ্বাসী নয়, উন্নয়নে বিশ্বাসী। তাই জনগণ নগরের সত্যিকারের উন্নয়ন দেখতে চায়। লাঙ্গল প্রতীকের জোয়ার উঠেছে। কোন ষড়যন্ত্রই এ বিজয়কে রুখতে পারবে না।
তিনি মঙ্গলবার (২৩ মে) বাদ আছর আম্বরখানা পয়েন্টে লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান বারাকাতের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী।
জাতীয় পার্টি নেতা মামুনুর রশিদ এর পরিচালনায় ও তেলাওয়াতের মাধ্যমে সুচীত নির্বাচনী পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন, জাপা নেতা ইসমাঈল হোসেন আশিক, কয়েছ আহমদ, সেবুল আহমদ তালুকদার, সদর উপজেলা জাপার আহবায়ক আতিকুর রহমান, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মরতুজা আহমদ চৌধুরী, মহানগর সভাপতি মো. সুফিয়ান খান, জাতীয় ছাত্র সমাজের জেলা শাখার আহবায়ক আফজাল হোসেন মান্না প্রমুখ।
পরে লাঙ্গল প্রতীকের সমর্থনে নগরীর বাদাম বাগিচা পয়েন্ট, লাক্কাতুরা পয়েন্ট ও বড়শালা পয়েন্টে গণসংযোগ ও পৃথক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নান্দনিক নগরী গড়ে তুলতে নগরবাসীর সহায়তা কামনা করেন। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD