কাউন্সিলর পদপ্রার্থী রাশেদ আহমদ’র মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৩

কাউন্সিলর পদপ্রার্থী রাশেদ আহমদ’র মনোনয়নপত্র দাখিল

আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর রাশেদ আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে সিলেট নির্বাচন কমিশনার কার্যালয়ের সহকারী রিটার্র্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে তিনি বলেন, আগামী ২১ জুনের নির্বাচনে আমাকে কাউন্সিলর পদে নির্বাচিত করলে আমি এ ওয়ার্ডকে একটি স্মার্ট মডেল ওয়ার্ডে রুপান্তরিত করবো। আমি বিগত বন্যা ও করোনাকালীন সময় মানুষের সেবা দিতে নিরলসভাবে কাজ করে গেছি। শুধু তাই নয় যেকোনো দূর্যোগে আমি আমার প্রাণপ্রিয় ১৭নং ওয়ার্ডের জনসাধারণের পাশে থেকে কাজ করে যাচ্ছি। মনোনয়নপত্র দাখিলের সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ