ফ্রান্সে বন্দুক হামলা, নিহত ৩

প্রকাশিত: ৫:০৩ পূর্বাহ্ণ, মে ২২, ২০২৩

ফ্রান্সে বন্দুক হামলা, নিহত ৩

ফ্রান্সে একটি গাড়িতে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলা চালানো ওই গাড়িতে মোট পাঁচজন ছিলেন। ঘটনার পর অজ্ঞাত হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দক্ষিণ ফ্রান্সের শহর মার্সেইতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তারা একটি নাইট ক্লাব থেকে বের হয়ে গাড়িতে উঠলেই তাদের ওপর গুলি চালানো হয়। হামলার শিকার ওই পাঁচজনের বয়সই ২০ এর মধ্যে।

পুলিশের ধারণা এই ঘটনার সঙ্গে মাদক ব্যবসার যোগসাজশ রয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে, মার্সেইতে এ পর্যন্ত মাদক সংক্রান্ত হত্যাকাণ্ডের সংখ্যা এটা নিয়ে ২১ দাঁড়িয়েছে। শহরে সাম্প্রতিককালে মাদক সহিংসতা বেড়েছে।

তদন্তকারীরা ফরাসি সংবাদ মাধ্যমকে বলেছে, নিহত পাঁচজনই পুলিশের কাছে পরিচিত ছিলেন। তারা একটি হাউজিং এস্টেটে বাস করতেন, যেখানে মাদক অপরাধ ব্যাপক।

এস এ