সিলেট ‘ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষা সফর

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৩

সিলেট ‘ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষা সফর

সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগের শিক্ষা সফর আনন্দ ভ্রমন বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ভোলাগঞ্জ এ এই ভ্রমনের আয়োজন করা হয়। ভ্রমনে সিলেট ল কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সদস্য ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

নতুন প্রজন্মের শিশু-কিশোরদের উপস্থিতিতে বনভোজন পরিণত হয় ক্লাব সদস্যদের মিলন মেলায়। নারী-পুরুষ ও শিশু-কিশোরেরা অংশ নেয় বিভিন্ন খেলাধুলায়।

সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জাকারিয়া আহমদ জাকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রওশন আরা আক্তার সুমির পরিচালনায় উপস্থিত ছিলেন, সিলেট ল’ কলেজের প্রিন্সিপাল সৈয়দ মহসিন আহমদ, মুর্শেদ তালুকদার, ইমদাদুল, আলিম উদ্দীন, সামিরা বেগম, জাহেদ, মিনহাজ উদ্দীন, তান্নি বেগম, এম কালাম, গোলাম কিবরিয়া, রুবা বেগম, আসাদ নূর, ফৌজিয়া শান্তা, শিমুল আহমদ সোহেল আহমদ, আয়শা মনি, লিপি বেগম, হাবিব, সিতারা বেগম, সোলেমান আহমদ, শুকরিয়া শারমিন, শেখ শহীদুর রহমান, আলী হায়দার, আব্দুল কাইয়ুম, আবিদ রহমান, জনি আহমদ জুবায়ের, তাজিম আহমদ, কাদির, স্বর্ণালী বেগম, রাহেনা বেগম, শিমুল আহমদ, আসাদ, মান্নান, ফয়সল, ইশরাত জাহান, তামিম, ইকবাল, রেজওয়ান, মারুফ, লিজা বেগম, রুমি বেগম, তাজ উদ্দীন, তুলি বেগম, তৌফিক, ফাতেহা বেগম, জামাল, এমদাদ, এনাম, রাকিব, বিশ্বজিৎ, সোহাগ, নজরুল ইসলাম।

বনভোজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ছিল আকর্ষণীয় র‌্যাফল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী ও র‌্যাফল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতি বছরের বনভোজনের সম্পূর্ণ খরচ সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জাকারিয়া আহমদ জাকির বহন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ