সিলেট মহানগরী হচ্ছে সম্প্রীতির নগরী: নজরুল ইসলাম বাবুল

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৩

সিলেট মহানগরী হচ্ছে সম্প্রীতির নগরী: নজরুল ইসলাম বাবুল

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র পদপ্রার্থী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল বলেছেন, সিলেট মহানগরী হচ্ছে সম্প্রীতির নগরী। এখানে সকল ধর্মের মানুষের সহাবস্থান বিদ্যামান, যা অতিতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে।

তিনি শনিবার (২০ মে) দুপুর ২টায় নগরীর যুগলটিলার ইসকন মন্দিরে ভক্তদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি মেয়র পদে নির্বাচিত হলে ইসকন মন্দিরের উন্নয়নে অবদান রাখার আশ্বাস দিয়ে বলেন, আমি এই নগরীর সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবো।

ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে ও ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ পদ্মলোচন শ্যাম দাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইসকন সিলেটের আইন বিভাগের পরিচালক নিধি কৃষ্ণ দাস, ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, ভক্তিবেদান্ত গীতা একাডেমির পরিচালক নবীন নীল মাধব দাস, ইসকন সিলেটের কমান্ডার দেবেন্দ্র কেশব দাস, অশেষ কৃষ্ণ দাস, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট মহানগর জাপার সদস্য সচিব আব্দুশ শহিদ লস্কর বশির সহ মন্দিরের অন্যান্য ভক্ত ও জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিকেল ৩টায় সিলেট নগরীর বন্দরবাজার মধুবন সুপার মার্কেটে গণসংযোগ করেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। গণসংযোগকালে মার্কেটের প্রধান ফটকে আয়োজিত সংক্ষিপ্ত সভায় মার্কেট কমিটির সভাপতি নজরুল ইসলাম মার্কেটের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। জবাবে, মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে মধুবন মার্কেট সহ সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করবো। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ