ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৩
সিলেট তামাবিল জাফলং মহাসড়কের জৈন্তাপুর উপজেলাধীন তামাবিল সড়কের কাটাগাং এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩জনে দাঁড়িয়েছে।
সর্বশেষ রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রায়হান আহমদ একজন মৃত্যুবরণ করেন। এনিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩জনে। নিহত রায়হান দরবস্ত তেলিজুড়ী গ্রামের আরব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের (ইনচার্জ) আবুল কাশেম আজাদ।
এরআগে, দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে জাফলং থেকে বালু ভর্তি একটি ট্রাক সিলেট মুখি এবং জাফলং মুখি অপর একটি ট্রাক অপর টেকিং করতে গিয়ে বালু ভর্তি ট্রাক গাড়ি-কে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে চলে যায় তখনই জৈন্তাপুর বাজারে নিয়ে আসা গরু বুঝাই ডিআই পিকআপ’র মধ্যে মূখোমূখি সংঘর্ষে পতিত হয়ে দু’টি গাড়ি খাদে পড়ে যায়। এতে পিকআপ গাড়িতে থাকা গরুর মালিক ২জন নিহত হন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন নিজপাট ইউনিয়নের লুৎমাইল হেলিরাই গ্রামের হাবিব উল্লার পুত্র নুরুল ইসলাম (৪৫) ,একই গ্রামের ইউসুফ আলীর পুত্র শাহেদ আহমদ (৩৫), দরবস্ত তেলিজুড়ী গ্রামের আরব আলীর পুত্র রায়হান আহমদ (২০)।
এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতরা হলেন, সারীঘাট ডৌডিক গ্রামের আব্দুল করিমের পুত্র ট্রাক চালক মামুন আহমদ (৩৫) ও লুৎমাইল গ্রামের ওয়ারিস আলীর পুত্র রুহল আমিন (৩৪)।
এদিকে ভয়াবহ এই দুঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য শওকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর এলাহী সম্রাট প্রমুখ।
এস এ
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD