ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৩
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চার বছরের ছেলে সাখাওয়াত সাদি নিয়াজসহ মা সুরাইয়া আক্তার নির্জনা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (১৬ মে) তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুরাইয়া আক্তার নির্জনার স্বামী।
জিডি সূত্রে জানা যায়, সোমবার (১৫ মে) সন্ধ্যার দিকে স্থানীয় চৌরাস্তার বাজারে যাওয়ার কথা বলে ছেলেসহ বের হন সুরাইয়া আক্তার নির্জনা। পরে আর বাড়িতে ফিরেননি।
নিখোঁজ সুরাইয়া আক্তার নির্জনা উপজেলার সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের আবু তাহেরের স্ত্রী এবং জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সাইদুর রহমান ও মিনারা বেগমের মেয়ে।
সুরাইয়া আক্তার নির্জনার স্বামী আবু তাহের বলেন, সোমবার সন্ধ্যায় আমার স্ত্রী একমাত্র ছেলেকে নিয়ে চৌরাস্তার বাজারে যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাচ্ছি না। এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, ছেলেসহ স্ত্রী নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী স্বামী। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD