সিলেটের সনাতন ধর্মাবলম্বীদের সমস্যাগুলো সমাধানে কাজ করবো: আনোয়ারুজ্জামান

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩

সিলেটের সনাতন ধর্মাবলম্বীদের সমস্যাগুলো সমাধানে কাজ করবো: আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির এক উর্বর লীলাভূমি। হযরত শাহজালাল (র.) ও শ্রীচৈতন্য দেবের স্মৃতিধন্য এ মাটিতে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য প্রাচীন।

তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন এলাকায় অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মচর্চাসহ সার্বিক জীবন যাপনে এখনো পর্যন্ত যেসব সমস্যা বিদ্যমান রয়েছে, আমি নির্বাচিত হলে অবশ্যই সেসব সমস্যা সমাধান করা হবে। আরও মন্দির, গীর্জা প্যাগোডাগুলো সংস্কার ও প্রয়োজনীয় ক্ষেত্রে আয়তন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করব।

তিনি আজ শনিবার (১৩ মে) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত সেন্টারে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখা এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সিলেট সিটি করপোরেশনের আগামী নির্বাচনে সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট মৃত্যঞ্জয় দাস ভোলার সভাপতিত্বে মহানগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের আমলে দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম চর্চা করছেন। আওয়ামী লীগ সবসময় সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমরা সিলেট মহানগরীর মানুষও দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে শান্তিতে জীবন যাপন করছি।

তারা বলেন, সিলেট নগরীতে বসবাসরত সব ধর্মাবলম্বীদের যাবতীয় সমস্যা সমাধানে আনোয়ারুজ্জামান চৌধুরী আন্তরিকভাবে কাজ করবেন বলেই আমাদের বিশ্বাস। তিনি নির্বাচিত হলে যেমন আমাদের সুখদুঃখে তাকে পাশে পাওয়ার প্রত্যাশা রাখি, তেমনি নির্বাচিত না হলেও তিনি আমাদের পাশে থাকবেন বলেই আমরা বিশ্বাস করি।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর সভাপতি রজত কান্তি গুপ্তের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সহসভাপতি বিজিত চৌধুরী, জগদীশ চন্দ্র দাস, মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিৎ সরকার,এডভোকেট মাহফুজুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন,বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল,বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, পুজা পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য, ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ মহানগর সাবেক সভাপতি সুব্রত দেব,খ্রিস্টান ধর্মীয় নেতা ডিকন নিঝুম সাংমা,বৌদ্ধ ধর্মীয় নেতা উৎফল বড়ুয়া, যুক ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি ধনঞ্জয় দাস ধনু, ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগর আহবায়ক রকি দেব।

এর আগে বিকালে নগরীর মিরাবাজারে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও সিলেটস্থ কোম্পানঅগঞ্জ এলাকাবাসীর সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ