ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যেন বোমা ফাটালেন সিসিক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। প্রশ্ন তুললেন ইভিএম ও স্থানীয় প্রশানের ভূমিকা নিয়ে।
শনিবার (১৩ মে) দুপুরে সিলেট মহানগরের একটি হোটেলের কনফারেন্স হলে রোটারেক্ট ক্লাব অব সিলেট সিটি’র উদ্যোগে আয়োজিত ‘রূপকার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরিফুল হক।
বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমের সাথে মহানগরের মানুষজন একেবারেই অপরিচিত। নির্বাচনের ছয় মাস আগে ইমিএমে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিলো। কিন্তু দেওয়া হয়নি। ভোটাররা এখনো পর্যন্ত ইভিএম সম্পর্কে কিছুই জানে না। ইভিএমে ভোট স্বচ্ছ হবে না, কারসাজি করা হবে।
তিনি আরও বলেন, আমাকে চ্যালেঞ্জ-ফেলেঞ্জ দিয়া লাভ নাই। এই সিলেটের মানুষের ভালোবাসাই আমার বড় অ্যাচিভমেন্ট।
তার উপর বিএনপি বা আওয়ামী লীগের কোন চাপ নেই উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, সকল দল তাদের অবস্থানে অনড়। এখানে ব্যক্তি আরিফ কোনো বিষয় না।
ব্যক্তি আরিফকে নিয়ে কেউ আলোচনা না করতে আহ্বান জানান সিসিক মেয়র।
মেয়র আরিফ আরও বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের কিছু কর্মকর্তা অতিউৎসাহ দেখাচ্ছেন।
প্রশাসনের অতিউৎসাহী কর্মকাণ্ডে সন্দেহ গভীর রূপ নিলে নির্বাচনে প্রার্থী না হতে পারেন বলেও জানিয়েছেন এই বিএনপি নেতা।
কিছু কথা ২০ মে’র জন্য বাকি রাখা হচ্ছে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, এখন সব বলে দিলে কীভাবে হবে। আগামী ২০ মে জনতার সামনে অনেক কিছু বলবো।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD