ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৩
ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুরের সেগাম্বুট ডালামের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৪৭ পুরুষ, ২৫ নারী, তিন ছেলে ও তিন মেয়েসহ ৭৮ জন বিদেশিকে আটক করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৭৩ জন ইন্দোনেশিয়ান ও ৫ জন বাংলাদেশি।
অবৈধ অভিবাসী বসতি নির্মূল করার জন্য নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক স্যামসুল বদরিন মহসিন বলেন, আমাদের ইমিগ্রেশন বিভাগ এ বছর ৯টি বসতি শনাক্ত করেছে।
‘বিদেশিদের ভাড়া দেওয়া স্থানীয়দের মালিকানাধীন বাসস্থান ছাড়াও ব্যক্তিগত মালিকানাধীন জমিতেও বসতি রয়েছে এসব অবৈধ অভিবাসীদের’।
বুধবার (১০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) কমপ্লেক্সে ইমিগ্রেশন বিভাগের হরি রায়া (ঈদুল ফিতর) উদযাপনের সময় তিনি সাংবাদিকদের বলেন, এমনও কিছু ঘটনা রয়েছে যেখানে এই বসতিতে স্থানীয় নাগরিকদের পাশাপাশি বৈধ নথিপত্র রয়েছে এমন বিদেশিরাও বাস করে।
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD