দলের নির্দেশে কাউন্সিলর পদে নির্বাচন করছেন না রনি চৌধুরী

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৩

দলের নির্দেশে কাউন্সিলর পদে নির্বাচন করছেন না রনি চৌধুরী

বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় সিলেট সিটি করপোরেশন ২৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ চৌধুরী রনি। বুধবার (১০ মে) রাতে সাদারপাড়া এলাকায় মতবিনিময় করে তিনি এ সিদ্ধান্ত নেন।

সভায় হোসেন আহমদ চৌধুরী রনি বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশ নিবে না। এজন্য দলের কেন্দ্রীয় পর্যায় থেকে সিদ্ধান্ত এসেছে। আমি দীর্ঘদিন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকায় এবারের সিটি নির্বাচনে দল অংশ না নেয়ার ব্যাপারে অনড় থাকায় আমিও নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নিচ্ছি না। তবে আমার সেবামূলক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে। মানুষের জন্য আমি আজীবন কাজ করে যেতে চাই।

এসময় তিনি বলেন, আমার সেবামূলক কার্যক্রম পরিচালনা জন্য সবার সহযোগীতা প্রয়োজন। যেভাবে আপনার আমাকে বন্যা ও করোনাকালিন সময়ে সহযোগীতা করায় আমি মানুষের পাশে দাঁড়াতে পেরেছি নিজের সামর্থ্য অনুসারে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আল-আমীন যুব সংঘের উপদেষ্টা মন্ডলির সদস্য শফি আহমদ, শাহিন চৌধুরী, এলিন চৌধুরী, সোহেল আহমদ, এটিএম ইসমাইল বদর, মাসুদ করীম, জাকু চৌধুরী, কবির চৌধুরী রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ।

এ সংক্রান্ত আরও সংবাদ