তিয়ানশি বাংলাদেশের কোম্পানি লিমিটেড ও গ্রুপ ড্রিমটাচ উইনিং প্রসেস সিলেটের উদ্যোক্তা সভা

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মে ১১, ২০২৩

তিয়ানশি বাংলাদেশের কোম্পানি লিমিটেড ও গ্রুপ ড্রিমটাচ উইনিং প্রসেস সিলেটের উদ্যোক্তা সভা

তিয়ানশি বাংলাদেশের কোম্পানি লিমিটেড এর একটি গ্রুপ ড্রিমটাচ উইনিং প্রসেস সিলেটের পরিচালক মো. নাসিম আহমেদ এর উদ্যোগে যুব সমাজকে নিয়ে উদ্যোক্তা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে দরগা গেইটস্থ সিলেট মুসলিম সাহিত্য হলরুমে পড়াশোনার পাশাপাশি অবসর সময় কাজে লাগিয়ে যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করার জন্য ড্রিমটাচ উইনিং প্রসেস সিলেট এর উদ্যোগ এবং তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে একটি বিশাল উদ্যোক্তা সুযোগ উপস্থাপন প্রোগ্রাম আয়োজিত হয়েছে।

সেমিনারটির দ্বায়িত্ব পালন করেন তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের এইট স্টার পদবি অর্জনকারী লিডার মো. নাসিম আহমেদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-গ্লোড লায়ন আলাউদ্দিন, পারভেজ হুসেন, সিলভার লায়ন সুমন মজুমদার, কামরুল হাসান, ব্রুঞ্জ লায়ন আলম হুসেন, শিহাব ইসলাম, দিপংকর দাস, এইট স্টার নাসিম আহমেদ, সৌরব দাস, নাজিম উদ্দিন, অপু দাস, রাজিব, ফাহিমা আক্তার, আল-আমিন, ইসাক আলি। এছারাও সকল সেভেন স্টার এবং সকল ছিক স্টার লিডাররা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ