ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৩
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হবিগঞ্জের বাহুবল উপজেলায় শোয়েব চৌধুরী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুক্তা আক্তার উপজেলার শংকরপুর গ্রামের সিজিল মিয়া ওরফে আবু সালেহের মেয়ে ও দীননাথ ইনস্টিটিউশনের শিক্ষার্থী।
মঙ্গলবার (০৯ মে) রাত সাড়ে ১০টায় বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
ওসি রকিবুল ইসলাম খান জানান, শোয়েব চৌধুরী হত্যা মামলার এজাহারনামীয় আসামি মুক্তা আক্তার। মঙ্গলবার দুপুরে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে দীননাথ ইনস্টিটিউশনের এক শিক্ষক বলেন, মুক্তা মঙ্গলবার ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা দেয়। পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে শকরপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী খুন হন। এ ঘটনায় নিহতের মা রহিমা চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার মুক্তা আক্তার নিহত শোয়েবের আপন চাচাতো বোন বলে বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সফিকুল ইসলাম জানিয়েছেন।
এস এ
সম্পাদক ও প্রকাশক শংকর দাশ
উপ-সম্পাদক বিন্দু মজুমদার
অফিস জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২-৭৫৭২০৭, ০১৭১৯-৩৩৪৮৪৭
ই-মেইল: shonkardas@gmail.com
Design and developed by WEB-NEST-BD